ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সদ্যোজাতের ছবি পোস্ট করলেন শ্রাবন্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:৩৯, ১১ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরিবারে খুশির হাওয়া। তার দিদি স্মিতা চট্টোপাধ্যায় বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাতর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রাবন্তী। লিখেছেন, ‘পুত্র সন্তান হয়েছে। তোমার জন্য আমি খুবই আনন্দিত দিদিভাই। ভালবাসি।’

পরিবারে নতুন সদস্য আসার খবর জানাতেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে শ্রাবন্তীর পোস্টের মন্তব্য বাক্স। নতুনের আগমনকে ভালবাসা জানিয়েছেন শ্রাবন্তীর অনুরাগীরা।

২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষের সঙ্গে বিয়ে হয় স্মিতার। ‘মজনু’, ‘১০০% লাভ’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন সুজয়। স্মিতার ইনস্টাগ্রামের দেওয়ালে মাঝে মধ্যেই ভেসে ওঠে স্বামীর সঙ্গে কাটানো নানা সুন্দর মুহূর্তের ছবি। এ বার দুই থেকে তিন হলেন তারা। জীবনের নতুন অধ্যায় শুরু করবেন স্মিতা এবং সুজয়।

কিছু দিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন শ্রাবন্তী। সঙ্গী হয়েছিলেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা দামিনী ঘোষ। টলিপাড়ার গুঞ্জন, শ্রাবন্তীর সঙ্গে ছিলেন তার প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী। বিদেশ থেকে ফেরার কয়েক দিনের মধ্যেই সুখবর পেলেন তিনি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি