ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মেট গালার লাল গালিচায় কালো পোশাকই সেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২১

মেট গালা, যাকে ফ্যাশন জগতের ‘অস্কার নাইট’ বলা হয়। সাধারণত মে মাসের প্রথম সোমবার এই রাতের আয়োজন হয়ে থাকে। তবে এবার কোভিডের কারণে সেপ্টেম্বরের দ্বিতীয় সোমবার, আগের চেয়েও জমকালোভাবে শুরু হয় মেট গালা-২০২১ এর আসর। 

এবারের তারকাখচিত এই রাতের লাল গালিচায় নজর কেড়েছেন মডেল, অভিনেত্রী কিম কার্দাশিয়ান।

কিম তার মুখ এবং শরীর পুরোটাই একটি কালো কাপড়ে ঢাকা পোশাকে হাজিন হন, যেকারণে অনেক বেশি আলোচিত হন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের শিকারও হয়েছেন এই তারকা। তার এই পোশাকের নকশা করেছেন ফ্যাশন হাউজ বালেন্সিয়াগার ক্রিয়েটিভ ডিরেক্টর ডেমনা গাভাসালিয়া। 

এদিকে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবার হাজির হয়েছিলেন পাখির মত গোলাপি পালকের বাডি স্যুটে। 

মেট গালার সহ-আয়োজক বিলি আইলিশের লুককে মেরিলিন মনরোর সাথেও তুলনা করেছেন অনেকে।  

গায়ক ফ্র্যাঙ্ক ওসিয়ানকে লাল গালিচায় দেখা যায় সবুজ রংয়ের রোবট শিশু কোলে নিয়ে।  

এবারের মেট গালার পোশাকের থিম ‌‘আমেরিকা: ফ্যাশনের অভিধান’। যে কারণে ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে স্ট্যাচু অব লিবার্টির ছাপ পাওয়া যায় অনেক তারকার সাজ-পোশাকে। কোভিডের কারণে বিধিনিষেধ মেনে স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে শুরু হয় এই আয়োজন। 

লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের তথ্য মতে, মেট গালার মূল আসর বসবে ১৮ সেপ্টেম্বর আনা উইন্টর কস্টিউম সেন্টারে। 
সূত্র: সিএনএন, লস এঞ্জেলস টাইম
এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি