ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশের ১০ বছরের ছেলের খবর দিলেন স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২০:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় নিত্য দিনের খবর। সদ্যোজাতকে নিয়ে মেতে আছেন সবাই। পত্রিকার পাতা খুললেই তাদের রসায়ন। এর মাঝে এবার সামনে এলো যশের সাবেক স্ত্রী শ্বেতা। জানালেন যশের ১০ বছরের ছেলের খবর। শ্বেতা পেশায় একজন সাংবাদিক। নিয়মিতই তিনি ফেসবুকিং করেন।

তার ফেসবুক প্রোফাইল খুললেই চোখে পড়ে- ‘আমার হৃদয় যেন নরম হয়। মন ভয়হীন। মেজাজ সাহসী।’

যশ এবং নুসরাত জাহানকে নিয়ে গত কয়েক মাসের ঘটনা প্রবাহে শ্বেতাকে কোথাও দেখা যায়নি। এই প্রথম কোনও সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কথা বললেন। সম্প্রতি কথা বলেছেন আনন্দবাজারের সঙ্গে। মুম্বাই থেকে ফোনে তার সাবেক স্বামী এবং স্বামীর বর্তমান বান্ধবী নুসরাতকে নিয়ে সোজা-সহজ-সরল জবাব দিলেন শ্বেতা।

তিনি জানান, নুসরতকে আমি দেখেছি কিন্তু চিনিনা। তাই তার ব্যপারে কোন মন্তব্য করতে চাইনা। যশের সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে এবং তাদের ১০ বছরের একটি ছেলে রয়েছে বলেও জানান শ্বেতা। তিনি বলেন যশকে ছাড়া তিনি ভালই আছেন। 

এতদিন তিনি কেন সামনে আসেননি এমন প্রশ্নে তিনি বলেন, আমি সামনে আসতে চাইনি, তাই আলোচনায়ও আসিনি। অতীতের সকল স্মৃতি ভুলে শ্বেতা নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখেন বলে জানান।

শ্বেতা বলেন, যশ আমার ছেলের বাবা। ওর সঙ্গে সেই সূত্র ধরে যেটুকু যোগাযোগ রাখতে হয় রাখি। আমাদের সন্তান পারস্পরিক হেফাজতের অধীনে। ডিভোর্সের সময় আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ভালবাসা? যশ যে দিন আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সে দিন থেকেই ওর জন্য আমার ভালবাসা উধাও হয়ে গিয়েছে।

শ্বেতা জানান, সব মিটিয়ে দিয়েছি। আমার অতীত নিয়ে অনেক দিন থেকেই ভাবনাচিন্তা বন্ধ করে দিয়েছি। অনেক হয়েছে! তবে সমস্যা কখনও শেষ হয় না। নিজের মতো করে, নিজের ইচ্ছায় জীবন কাটাতে পারছি না। তবে এ সবের মধ্যেও আমার একার জীবন নিয়ে স্বপ্ন দেখি। মনে হয় স্বপ্নে বাঁচি।

টলিপাড়া সম্পর্কে শ্বেতা বলেন, বছর তিনেক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলাম। এটা সেই সময়, যখন যশের সঙ্গে ডিভোর্স নিয়ে লড়ছি। ব্যস! ওইটুকুই। তার পর মুম্বইয়ে ফিরে আসি। তার পর টলিপাড়ার সঙ্গে আর কেনই বা যোগাযোগ থাকবে!

এমএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি