ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

সিঁথিতে সিঁদুর, তাহলে কি বিয়ে সেরে নিলেন ইয়াশরাত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৭ সেপ্টেম্বর ২০২১

ইয়াশ ও নুসরাতের সঙ্গে প্রযোজক এনা সাহা

ইয়াশ ও নুসরাতের সঙ্গে প্রযোজক এনা সাহা

ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাটা যেন কিছুতেই থামছে না। একটা বন্ধ না হতেই, তারকা এই সাংসদকে ঘিরে তৈরি হচ্ছে নতুন কোনও জল্পনা। সদ্যই অভিনেতা ইয়াশকে নিজ সন্তানের বাবা বলে ঘোষণা দিতেই সামনে এলো আরেক ঘটনা!

সপ্তাহখানেক আগেই নুসরাতের ইনস্টাগ্রামে ভেসে উঠেছিল এক ভিডিও, সেখানে দেখা যায়- লাল সিঁদুর জ্বলজ্বল করেছে তার সিঁথিতে। তবে এ ঘটনাটি ছিল গত ডিসেম্বরের, রাজস্থানে করা ভিডিও। তখনও জানাজানি হয়নি নুসরাত-নিখিলের বিচ্ছেদের খবর। কিন্তু আজ শুক্রবার সন্ধ্যায় যে ছবি সবার চোখে পড়ল, তা দেখে নিঃসন্দেহে হয়রান সবাই!

এদিন, ইয়াশ দাশগুপ্তের নতুন ছবি ‘চিনে বাদাম’-এর নায়িকা তথা প্রযোজক এনা সাহার কার্যালয়ে বিশ্বকর্মা পূজায় হাজির হয়েছিলেন দুজনেই। দুধে-আলতা রঙা সালোয়ার কামিজে সেজেছেন নতুন সন্তানের মা। কানে ঝুমকা, খোলা চুল আর ঠোঁটে গোলাপি লিপস্টিকের আভা। আর ইয়াশের পরনে ছিল আকাশি রঙা শার্ট ও ব্লু ডেনিম। 

তবে নুসরাতের সব সাজকে ছাপিয়ে চোখে গেথে গেল তাঁর সিঁথির ওই জ্বলজ্বলে লাল সিঁদুর। নুসরত কোনও শ্যুটে হাজির হননি, সেখানে গিয়েছিলেন বিশ্বকর্মা পূজায় যোগ দিতে। কিন্তু কী কারণে নায়িকার সিঁথিতে এই সিঁদুর? তবে কি সত্যিই বিয়ের পর্ব সেরে ফেলেছেন ইয়াশ ও নুসরাত? এমনই প্রশ্ন দেখা দিয়েছে সবার মনে। 

এর আগে গত জুনেই প্রকাশ্যে এসেছিল নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। তারপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল আলোচনা চলেছে সামাজিক মাধ্যমে। তবে এই বিতর্ককে পাত্তা দেননি তিনি। গত ২৬ অগস্ট পুত্র সন্তানের জননী হন নুসরাত জাহান রুহি। গত বুধবার রাতে প্রকাশ্যে এসেছে তার সন্তানের বাবার নামও। 

কলকাতা পৌরসভার নথি বলছে, নুসরাত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত। আর তার বাবার নাম দেয়া হয়েছে দেবাশিস দাশগুপ্ত ওরফে ইয়াশ দাশগুপ্ত। এই বিস্ফোরক তথ্য সামনে আসার পরই সিঁদুর মাথায় প্রকাশ্যে এলেন নুসরাত জাহান রুহি। যার ব্যাখ্যা জানতে চান নেটিজেনরা। তবে এখনই তা জানা যাচ্ছে না, যতক্ষণ না এই অভিনেত্রী কিছু খোলাসা করছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি