ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

পুরনো বিজ্ঞাপনের নতুন রূপেই মাত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১২:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০২১

প্রথম ছবিটি পুরনো এবং দ্বিতীয়টি নতুন বিজ্ঞাপনের, শুধু চরিত্রের অদল-বদল

প্রথম ছবিটি পুরনো এবং দ্বিতীয়টি নতুন বিজ্ঞাপনের, শুধু চরিত্রের অদল-বদল

মুহূর্তটা একই, শুধু পাল্টেছে চরিত্র। পুরনো বিজ্ঞাপনের নতুন রূপ যে এতোটা অর্থ বহন করতে পারে তাই প্রমাণ হল এবার। সম্প্রতি ডেইরি মিল্ক তাদের তিন দশক আগের জনপ্রিয় একটি বিজ্ঞাপনকে ফিরিয়ে এনেছে নতুন রূপে। 

পুরনো বিজ্ঞাপনটিতে দেখা যায়, ক্রিকেট মাঠে ছয় হাঁকিয়ে ম্যাচ জেতানো এক তরুণের জন্য ডেইরি মিল্ক হাতে গ্যালারির নিরাপত্তা গলে বেরিয়ে যাচ্ছেন এক তরুণী। 

একসময়ের জনপ্রিয় এই বিজ্ঞাপনটিই ফিরে এসেছে শুধুমাত্র একটি পরিবর্তনের মধ্যদিয়ে। 

নতুন বিজ্ঞাপনটিতে তরুণের বদলে তেজস্বীনী এক তরুনীকে ব্যাট হাতে দেখা যায় ক্রিকেট মাঠে। আর তার জন্য গ্যালারি থেকে দৌড়ে নামছেন এক তরুণ। বিজ্ঞাপনটির নতুন এই ভার্সন প্রকাশের পর থেকে উদ্বেল ভারতের তরুণ-তরুণীসহ গোটা সমাজ।  

পুরোনো গল্পকে আনা হয়েছে নতুন রুপে, ‘এ শুধু অতীতের মায়াটান নয় বরং আজকের ভারতের গল্পও’, বলছেন বিজ্ঞাপন ও জনসংযোগ বিশারদ কাঞ্চন পাল। 

তার মতে, ‘এরমধ্যদিয়ে পুরনোরা টের পাচ্ছেন, দেশটা কী ভাবে বদলেছে, আর নবীনরা পাচ্ছেন সমসময়ের ছোঁয়াচটা।’ 

বিষয়টিতে একটি ব্র্যান্ডের বিপণনের দারুন মুনশিয়ানা বলেও অভিহিত করেন কাঞ্চন পাল। এই বিজ্ঞাপন শুধু নারী নয় পুরুষেরও ছক-ভাঙা প্রকাশ বলে মন্তব্য করেন তিনি। আর এরমধ্যদিয়ে নারীদের ক্রিকেট মাঠে গিয়ে খেলা দেখার উৎসাহ বাড়বে বলেও মনে করছেন বিজ্ঞাপন বিশেষজ্ঞরা।

ভিডিওতে দেখুন- 

এসবি/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি