ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাহ্নবীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৮:২৫, ২০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বলিউডে পা রেখেছেন বেশিদিন হয়নি জাহ্নবী কাপূরের। এই ইন্ডাস্ট্রিতে তার বয়স মাত্র তিন বছর। চব্বিশ বছর বয়সি এই তারকা-সন্তান নানা সময়ে নানা বিষয়ে কথা বললেও নিজের প্রেমের বিষয়ে আগাগোড়াই মুখে কুলুপ তার।

কিন্তু গোপন কথাটি আর গোপন থাকছে না। বলা ভাল, জাহ্নবী নিজেই একটু একটু করে আগল খুলছেন মনের। অন্তত ইনস্টাগ্রামে তার সাম্প্রতিক পোস্ট দেখলে তেমনই মনে হচ্ছে।

প্রাক্তন প্রেমিক অক্ষত রাজনের জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে দেখা গেল পর্দার ‘গুঞ্জন সাক্সেনা’কে। সঙ্গে ছিলেন বোন খুশি কাপূর। সাদা খোলামেলা পোশাকে দেখা গেল জাহ্নবীকে। খোলা চুল এবং হালকা মেকআপে নিজেকে সাজিয়েছিলেন তিনি। প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবিও তোলেন তিনি। 

                                                                

সাবেক প্রেমিক অক্ষত রাজনের সঙ্গে জাহ্নবী

একে অপরকে জড়িয়ে ধরতে, চুম্বন করতে দেখা যায় তাদের। কোনও রাখঢাক না করেই সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন জাহ্নবী। প্রেম ভেঙে গেলেও দু’জনের রসায়ন যে এখনও আগের মতোই, তা এই ছবিগুলি থেকেই স্পষ্ট।

অক্ষত এখনও পর্যন্ত বলিউডের অংশ নন। তবে জাহ্নবীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণেই একাধিক বার শিরোনামে উঠে এসেছেন তিনি। অক্ষতের ইনস্টাগ্রামেও জাহ্নবীর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি দেখা যায়। কিন্তু তাদের বিচ্ছেদ কেন হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি