ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শমিতা-রাকেশ রসায়নে নাক গলাবেন না প্রাক্তন স্ত্রী ঋদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:৫১, ২০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রাক্তন স্ত্রী ঋদ্ধির ভাষ্য, একদমই ভিড়-ভাট্টা এবং চিৎকার চেচামেচি পছন্দ করেন না রাকেশ বাপাট। ‘চাপা স্বভাবের এই মানুষটিই শমিতা শেঠির সাথে নিজের অন্তরঙ্গতার বিষয়টি স্বাচ্ছন্দ্যে স্বীকার করেছেন। এটিই অবাক করেছে প্রাক্তন স্ত্রী ঋদ্ধি ডোগরাকে। তবে প্রাক্তন স্বামীর নতুন সম্পর্কে নাক গলাবেন না বলেও জানিয়েছেন ঋদ্ধি।

সম্প্রতি ‘বিগবস’-এ শিল্পা শেঠির বোন শমিতা শেঠির সাথে অন্তরঙ্গতা তৈরি হয় রাকেশের। এনিয়ে চর্চাও কম হচ্ছে না। 

অনেকে বলছেন, শমিতার জন্য ঠিক মানুষ নয় রাকেশ। আবার অনেকে উপভোগও করছেন তাদের রসায়ন।   

তবে সম্প্রতি ‘শো’ শেষ হয়ে যাওয়ার পরেও এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাকেশ। 

নির্দিধায় করা রাকেশের এই স্বীকারোক্তিই অবাক করেছে ঋদ্ধিকে। যদিও রাকেশ-শমিতার রসায়নের বিষয়টি উপভোগই করছেন বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘রাকেশ যদি খুশি থাকে আমিও খুশি। ওটা ওর ব্যক্তিগত বিষয়।’
সূত্র : আনন্দবাজার অনলাইন
এসবি/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি