ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আমার শারীরিক অবস্থা নিয়ে মিথ‌্যা খবর প্রকাশ করেছে: বাপ্পি লাহিড়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২১:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২১

অবশেষে কণ্ঠস্বর হারানোর গুঞ্জন নিয়ে জবাব দিলেন বাপ্পি লাহিড়ী। সোমবার (২০ সেপ্টেম্বর) তার অফিশিয়াল ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন,‘আমার শারীরিক অবস্থা নিয়ে মিথ‌্যা খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ‌্যম, এটি খুবই হতাশাজনক। আমার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের দোয়া-ভালোবাসায় আমি ভালো আছি।’  

এর আগে বলিপাড়ায় গুঞ্জন রটে, আর গাইতে পারবেন না কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তার গলার স্বর নাকি হারিয়ে ফেলেছেন। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এখন নাকি কথাও বলতে পারছেন না। এ নিয়ে নানা জল্পনা চলছে এই বরেণ‌্য শিল্পীর ভক্তদের মাঝেও। ইনস্টাগ্রামে তারই জবাব তিনি। 

বাপ্পি লাহিড়ী করোনায় আক্রান্ত হওয়ার পর তার ছেলে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন। এই শিল্পীর কণ্ঠস্বর হারানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনিও। কিন্তু তাতেও থামেনি এই রটনা। বাপ্পা লাহিড়ী বলেছিলেন, ‘বাবা বর্তমানে খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। কিন্তু যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। কথা না বলাটা চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে কণ্ঠের বিশ্রাম দিতে বলেছেন। আশা করা যাচ্ছে, দুর্গাপূজার আগেই বাবা ঠিক হয়ে যাবেন। পূজার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বাবার একটি গানের রেকর্ডিং আছে।’

‘জিমি জিমি’, ‘ডিসকো ড্যান্সার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বাপ্পি লাহিড়ী। এক বছরে ৩৩ সিনেমায় ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।
 
আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি