ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজ্ঞাপনে অপু বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

'ঢালিউড কুইন' খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ওয়ালমার্টের শুভেচ্ছাদূত হয়েছেন চলতি মাসের শুরুর দিকে। এবার সেই প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপনচিত্র নিয়ে হাজির হয়েছেন অপু বিশ্বাস।

রাজধানীর হাতিরঝিলে প্রিয়াংকা শুটিং স্পটে ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস-এর এই বিজ্ঞাপনের শুটিং হয় সম্প্রতি। এটি নির্মাণ করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। অপু বিশ্বাস ছাড়াও এতে মডেল হয়েছেন তুর্কী, রফিক মিন্টু ও এরশাদ মণ্ডল।

জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি দেশের সবক’টি টিভি চ্যানেল ও সোশ্যাল মাধ্যমে সম্প্রচার শুরু হবে।

অপু বিশ্বাস বলেন, ‘সম্প্রতি এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছি। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই প্রতিষ্ঠানের নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় এই ব্র্যান্ডের সুনাম ছড়িয়ে পড়ুক। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

হেদায়েত উল্লাহ তুর্কী নাটক নির্মাণ ও অভিনয় করলেও এবারই প্রথমবার বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

ঢালিউডের শতাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি ‘ঈষা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন। এর বাইরে টলিউডের জন্য নচিকেতার লেখা ‘শর্টকাট’ সিনেমায়ও অভিনয় করেছেন এই নায়িকা। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে আছেন পরমব্রত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি