ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন রাজনন্দিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২১

সৃজিত ও রাজনন্দিনী।

সৃজিত ও রাজনন্দিনী।

Ekushey Television Ltd.

সৃজিত মুখোপাধ্যায় ও রাজনন্দিনী পালের সঙ্গে একসময় মুখরোচক কথা ছড়িয়েছিল স্যোশাল মিডিয়ায়। এ বিষয়ে মুখ খুললেন রাজনন্দিনী। তিনি এর জন্য সংবাদমাধ্যমকেই দায়ী করে বলেন, সৃজিত মুখোপাধ্যায় আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি। 

তিনি বলেন, আমায় জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই আমার বলার। বয়সে সৃজিত আমার পিতৃসম। ওঁকে নিয়ে এর বেশি আর কিছু বলার নেই।

রাজনন্দিনী বলেন, আমি কিন্তু ওঁকে ‘আঙ্কল’ বলে ডেকেছিলাম। এতে পরিচালক ক্ষুণ্ণ হয়েছিলেন। শুধু সৃজিত বলে ডাকার অনুরোধ জানিয়েছিলেন। আমি নিজে থেকে কিছুই করিনি।

তার মতে, সৃজিত আমায় ওঁর ‘এক যে ছিল রাজা’ ছবির জন্য ডেকেছিলেন। যেখানে যিশু সেনগুপ্তের বিপরীতে ‘বাচ্চা বৌ’ দরকার ছিল। আমি তখন খুবই ছোটো। এখন তো আর সেই বয়সে নেই! তবে আমার উপযুক্ত চরিত্র পেলে সৃজিত আবার ডাকবেন, এটা আমি জানি।

সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজনন্দিনী পাল অভিনীত ‘পায়েস’। প্রযোজনা সংস্থার আগামী ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি