ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পূজায় আসছে বাপ্পি লাহিড়ী ও ঋতুপর্ণার গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২২ সেপ্টেম্বর ২০২১

পূজায় মুক্তি পাচ্ছে বাপ্পি লাহিড়ী ও ঋতুপর্ণা সেনগুপ্তের গান। গানটির সুর ও সংগীত বাপ্পি লাহিড়ীর। দ্বৈত এই গানে সহশিল্পী বাপ্পি লাহিড়ী। গানটি আসছে পূজায় মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন শিল্পী ঋতুপর্ণা।

এরই মধ্যে বাপ্পি লাহিড়ীর মুম্বাইয়ের বাড়ির স্টুডিওতে গানটির রেকর্ডিং করেছেন ঋতুপর্ণা।

বাপ্পি লাহিড়ীর এই গান প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘এই গান একেবারেই অন্য রকম। আমার জীবনের এটা বিরাট একটা এক্সপেরিয়েন্স। সবচেয়ে বড় যে ব্যাপার, বাপ্পিদার সঙ্গে কাজ করতে পারাটা ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার। চলচ্চিত্রের বাইরে এটি আমার প্রথম কোনো গান।’

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি