ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মরণোত্তর দেহদানের নথিপত্রে সই কবির সুমনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৭:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২১

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। গণদর্পণ নামে একটি সংস্থাকে দেহদানের অঙ্গীকার করেছেন শিল্পী। বুধবার সেই সংক্রান্ত নথিপত্রে সইও করে ফেলেছেন তিনি।

মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সামনে এনেছেন কবীর সুমন। লিখেছেন, ''মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই - গতকাল, ২২,০৯,২১ সন্ধে।'' 'গানওয়ালা'র এই মহান উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে নেটদুনিয়া। 

প্রসঙ্গত, গত জুলাই মাসে হঠাৎই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। তাকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন শিল্পী। 

এদিকে পুজোয় মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। যে ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টাইটেল ট্র্যাক।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি