আদালতে মদ্যপান! কপিল শর্মা শো’র বিরুদ্ধে মামলা
প্রকাশিত : ২১:১২, ২৪ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২১:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২১
বিপাকে পড়েছে ‘দ্য কপিল শর্মা শো’। কপিল শর্মা সঞ্চালিত এই অনুষ্ঠানের একটি পর্বে মঞ্চে আদালতের আবহ তৈরি করে সেখানে মদ্যপান করার দৃশ্য দেখানো হয়। আদালত অবমাননার অভিযোগে এই অনুষ্ঠানের বিরুদ্ধে মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
শিবপুরীর যে আইনজীবী মামলা দায়ের করেছেন তার কথায়, “দ্য কপিল শর্মা শো অনুষ্ঠানটি বেশ অগোছালো। এখানে মহিলাদের নিয়েও অশ্লীল মন্তব্য করা হয়। একটি পর্বে আদালতের দৃশ্যে অভিনেতাদের মদ্যপান করতে দেখা যায়। এ ধরনের ক্রিয়াকলাপ বন্ধ হওয়া উচিত।”
বিতর্কে উঠে আসা পর্বটি ২০২০ সালের ১৯ জানুয়ারি সম্প্রচারিত হয়। এরপর আবার চলতি বছরের ১৪ এপ্রিল সেই পর্বটি টেলিভিশনে দেখানো হয়। এই ধরণের দৃশ্যের মাধ্যমে আদালতকে অসম্মান করা হয়েছে বলে মনে করছেন সেই আইনজীবী। ১ অক্টোবর এই মামলার শুনানি হবে।
‘দ্য কপিল শর্মা শো’-তে কপিল ছাড়াও সুমনা চক্রবর্তী, কিক্কু শারদা, ভারতী সিংহ, অর্চনা পূরণ সিংহের মতো তারকাদের দেখা যায়। বলিউডের তাবড় অভিনেতারা আসেন কপিলের অতিথি হয়ে। কিন্তু সাত মাস পর ২১ অগস্ট থেকে অনুষ্ঠান শুরু হতেই আইনি বিপাকে পড়লেন নির্মাতারা।
এসি