ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এক নাচ দেখা হল ৬ কোটি বার! ভাইরাল বিমানসেবিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২২:০২, ২৭ সেপ্টেম্বর ২০২১

আয়াত উরফ আফরিন।

আয়াত উরফ আফরিন।

এক নাচেই ভাইরাল হয়ে গেলেন। মাত্র কয়েক মিনিটের সেই নাচের ভিডিও দেখা হয়েছে ৬ কোটি বার। যিনি নেচেছেন, সেই আয়াত উরফ আফরিন বর্তমানে সপ্তম স্বর্গে। তার ওই নাচ অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফের মতো তারকাও নেটমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। 

এ বার আরও একটি ভিডিও প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।

আফরিন একটি বেসরকারি সংস্থার বিমান সেবিকা। যিনি দিন কয়েক আগে এক সিংহলী গান মানিকে মাগে হিথে-র তালে পা মিলিয়ে জনপ্রিয় হয়েছেন। তার ভিডিওটি ৬ কোটি বার দেখার জন্য এ বার নতুন ভিডিওতে ইশারাতেই ধন্যবাদ জানালেন দর্শকদের।

শুধু ধন্যবাদ জ্ঞাপনের জন্যই আর একটি নতুন ভিডিও পোস্ট করেছেন আয়াত। তার বিবরণে তিনি লিখেছেন, ‘আমি এখনও আমার অনুভূতি বোঝানোর মতো শব্দ খুঁজে পাচ্ছি না।’ প্রথমে ইংরেজিতে তারপর ইংরেজি হরফে হিন্দি ভাষায় মনের কথা জানিয়েছেন আয়াত। 

লিখেছেন, ‘লব্‌জ কম হ্যায় সুক্‌রিয়া কেহনে কে লিয়ে আপ সভি কো’ শেষে জানিয়েছেন, তিনি তার দর্শকদের মুখে হাসি ফোটাতেই চান। তাদের গর্বিতও করতে চান।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি