ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘আপনি বড্ড মোটা’ এই কথাতেই ফিরেছে কপিলের কপাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২১

 

হিন্দি জনপ্রিয় শো ‘ঝালাক দিখলা জা’র সঞ্চালক হিসেবে সাক্ষাৎকার দিতে গিয়ে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে শুনতে হয়েছিল, ‘আপনি বড্ড মোটা’।  তবে এতে হতাশ হননি তিনি। বরং প্রযোজনা সংস্থাকে নতুন একটি শোর পরিকল্পনা দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। 

সম্প্রতি ফিবার এফএম আয়োজিত ‘বাউন্স ব্যাক ভারত’ অনুষ্ঠানে যোগ দিয়ে কপিল শর্মা জানান, তার কেরিয়ারের এক অজানা গল্প।

বলেন ডান্স রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা’র সুবাদেই তিনি প্রথমবার নিজের কমেডি শো হোস্ট করবার সুযোগ পেয়েছিলেন তিনি। 

কপিল জানান, প্রথমে ‘ঝালাক দিখলা জা’ শোর সঞ্চালক হিসেবে প্রযোজক সংস্থার কাছে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন তিনি। তবে সে সময় তাকে ওজন কমাতে বলা হয়েছিল। 

মজার ব্যাপার হল, ওজন না কমিয়ে উল্টো নতুন শোর পরিকল্পনা দিয়ে প্রযোজনা সংস্থাকে চমকে দিয়েছিলেন কপিল। 

তিনি বলেছিলেন, “আপনারা কমেডি শো করছেন না কেন?”

স্টান্ড আপ কমেডি, স্কেচ কমেডি এবং কস্টিউম কমেডি, এই তিন ধরনের কমেডি মিশিয়ে একটি নতুন অনুষ্ঠানের পরিকল্পনা করেন তিনি। পুরোটা গুছিয়ে পেশ করেন  চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার কাছে। 

এরপর বাকিটা ইতিহাস। ২০১৩ সাল থেকে শুরু হয় কপিল শর্মার ‘দ্য কমেডি নাইটস উইথ কপিল’। মাত্র ২৫ পর্বের পরিকল্পনা নিয়ে পথচলা শুরু হলেও কপিলের এই শো চলে ৫০০ পর্ব পর্যন্ত। 

বর্তমানেও সনি টিভিতে ‘দ্য কপিল শর্মা’ শো সঞ্চালনা করছেন তিনি। এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা, এ কথার সঙ্গেও দ্বিমত পোষণ করবেন না কেউ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি