ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডে প্রথমবারের মত অভিনয় করছেন মাইক টাইসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বলিউডে অভিষেক করতে চলেছেন খ্যাতিমান বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। তিনি তেলেগু তারকা বিজয় দেভেরাকোন্ডার সঙ্গে ‘লাইগার’ সিনেমায় অভিনয় করবেন। 

ধর্মা প্রোডাকশনের অধীনে করণ জোহর প্রযোজিত এই সিনেমাতে আরও অভিনয় করবেন অনন্যা পান্ডে।

জোহর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিনেমাতে টাইসনের সম্পৃক্ততার খবর ঘোষণা করেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো, রিংয়ের রাজাকে ভারতীয় সিনেমার বড় পর্দায় দেখা যাবে! মাইক টাইসনকে ‘লাইগার’ দলে স্বাগত জানাই!’

দেভেরাকোন্ডাও তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার দিয়ে ঘোষণা দিয়েছেন। যেখানে দেখা গেছে যে, তার অর্ধেক মুখ টাইসনের সঙ্গে মিশে গেছে।

তিনি আরো বলছেন, “আমরা আপনাদের বড় ধামাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম! আমরা সবেমাত্র শুরু করছি। প্রথমবারের মতন ভারতীয় পর্দায় অভিনয় করতে চলেছেন বক্সিং এর ঈশ্বর। কিংবদন্তি, সেরা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ! আয়রন মাইক টাইসন।’

যদিও সিনেমায় টাইসন কোন চরিত্রে অভিনয় করবেন তা প্রকাশ করা হয়নি, তবে টিজার ভিডিওটি ইঙ্গিত দেয় যে সিনেমাতে দেবরাকোন্ডা এবং টাইসনের মধ্যে একটি বড় মুখোমুখি হবে। 
সূত্র : ডেইলি স্টার 
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি