ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দেবের শিডিউলের অপেক্ষায় প্রযোজক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশের লোকেশনে ‘কমান্ডো’ চলচ্চিত্রের দৃশ্যধারণের জন্য টালিগঞ্জের অভিনেতা, সাংসদ দেবের শিডিউলের অপেক্ষায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান 'শাপলা মিডিয়া'।দেবের শিডিউল পেলে আগামী জানুয়ারীর মধ্যেই দৃশ্যধারণ শেষ করার আশা করছেন সিনেমাটির পরিচালক।

সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনী। জনপ্রিয় এই অভিনেতাকে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

কলকাতার বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে। চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।

দেবের আসার ব্যপারে জানতে চাইলে সেলিম খান বলেন  , “তিনি তো এমপি। করোনাভাইরাস পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হওয়ার পর ভারত সরকার তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেবে। আমরা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। তিনি এলেই শুটিংয়ে যাব।”

আসছে জানুয়ারির মধ্যেই এ সিনেমার দৃশ্যধারণ শেষ করার আশা করছেন সেলিম খান।

গত বছরের ডিসেম্বরে সিনেমার টিজার প্রকাশ করেছিল শাপলা মিডিয়া। সেই টিজার দেখে ‘দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কষ্ট পাওয়ায়’ তা সরিয়ে নেওয়া হয় বলে পরে এক বিবৃতিতে জানিয়েছিলেন পরিচালক শামীম আহমেদ রনি।

এ সিনেমায় দেব ছাড়াও মাজনুন মিজান, ফজুলুর রহমান বাবু, শিবা শানু, জাহারা মিতুসহ আরও অনেকে অভিনয় করছেন।
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি