ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মানিকে মাগে হিতে` গেয়ে ফের ভাইরাল রানু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ২১:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সালটা ২০১৯, লতা মঙ্গেশকরের বিখ্যাত 'এক পেয়ার কা নাগমা হ্যায়' গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। ওই সময় ব্যাপক আলোচনায় এসেছিলেন। আর এবার তিনি ভাইরাল, ইওহানি ডি'সিলভা’র ‘মানিকে মাগে হিতে’ গেয়ে। 

ইউটিউবে উঠে আসা ভিডিওতে রানু মণ্ডলকে দেখা যাচ্ছে লাল টি-শার্টে। যেখানে ইওহানি ডি'সিলভা’র সিংহলী গান 'মানিকে মাগে হিতে'-র উচ্চারণ নকল করে দিব্যি হাসতে হাসতে গান গাইছেন তিনি। যিনি ভিডিও বানাচ্ছিলেন, সেই ইউটিউবারও শেষে প্রশংসা না করে পারলেন না, বললেন 'অসাধারণ, অসাধারণ'। শুনে হেসে ফেললেন রানু। 

ইতিমধ্যেই এই ভিডিও ৭৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন ২.৪ হাজার মানুষ। অনেকেই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।

২০১৯ সালে রাণাঘাট স্টেশনে প্রথম রানু মণ্ডলের খোঁজ মেলে। এক ইঞ্জিনিয়র রানুর গানও 'এক পেয়ার কা নাগমা হ্যায়' গানটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই আলোচনায় উঠে আসেন রানু।

এরপর মুম্বাইয়ের এক গানের অনুষ্ঠানে ডেকে পাঠানো হয় তাকে। গান শুনে, সুরকার, হিমেশ রেশমিয়া রানুকে দিয়ে 'হ্যারি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে 'তেরি মেরি কাহানি' গানটি গাওয়ান। যা নিয়ে বেশ আলোচনা হয়। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি