ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২১

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুই ছেলের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন শাহরুখ পত্নী গৌরি খান। ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান খান ও অ্যাব্রাম একসঙ্গে ভিডিও গেমে মজেছে। ছেলেদের মধ্যে 'গেম খেলার বন্ধন' দেখে কমেন্ট করেছেন খোদ শাহরুখ খানও। তিনি কমেন্ট করেছেন, 'ব্রাদার্স হু প্লে টুগেদার, স্টে টুগেদার।' অর্থাৎ যে ভাইরা একসঙ্গে খেলে, তারা সারাজীবন একসঙ্গে থাকে। 

মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিটি পোস্ট করে গৌরি খান ক্যাপশনে লেখেন, 'বয়েস নাইট আউট'। সেখানেই গর্বিত বাবা, কিং খান, কমেন্ট করেছেন। তিনি লেখেন, 'গেমসই এখন নতুন বন্ধন শক্তি। যে ভাইরা একসঙ্গে খেলে, আমার মনে হয় সারাজীবন একসঙ্গে থাকে।'

দুই ভাইয়ের প্রশংসা করে গৌরি খানের পোস্টে কমেন্ট করেন শাহরুখ-গৌরির একাধিক বন্ধুরাও।
সূত্র : এবিপি আনন্দ
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি