ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাড় হিম করা থ্রিলারে টাবু-আলি ফজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বিশাল ভরদ্বাজের সিনেমা 'খুফিয়া'র মধ্য দিয়ে প্রথমবারের মত জুটি বেধেছেন বলিউড অভিনেত্রী টাবু এবং 'মির্জাপুর' খ্যাত অভিনেতা আলি ফজল।  

নিজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে টাবু লিখেছেন "এই ছবিতে নিছকই রোমাঞ্চ দেখতে পাবেন দর্শকরা।"

সিনেমাটিতে খুফিয়া চরিত্রে অভিনয় করছেন টাবু, তবে আলি ফজলের চরিত্র কী সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। 

'মকবুল', 'হায়দার' এবং 'তলওয়ার' ছবির পর বিশাল ভরদ্বাজের পরিচালনায় আবারও এই সিনেমায় হাজির হচ্ছেন টাবু। এজন্যও আনন্দ প্রকাশ করেন তিনি। 

'খুফিয়া' খুবই প্রিয় একটি কাজ বলে জানিয়েছেন টাবু। আর বিশাল ভরদ্বাজের সঙ্গে আবারও কাজ করতে পারার বিষয়টিকে বহুদিন পর 'ঘরে ফেরার' মতো বলেই মনে করছেন তিনি।  

নেটফ্লিক্স কর্তৃপক্ষের মতে, বিশাল ভরদ্বাজের সিনেমাগুলি চলমান গল্পের মাধ্যমে বিভিন্ন চরিত্র এবং তাদের জগতের মধ্যে অন্তর্নিহিত দ্বন্দ্ব প্রদর্শন করতে পারে। তাই 'খুফিয়া' নিয়ে বেশ প্রত্যাশাও করছেন তারা।  
সূত্র : এবিপি আনন্দ
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি