ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইমন আলামিনের ‘প্যানিক অ্যাটাক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:০০, ৩০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভার্চুয়াল জগতের ক্ষতিকর প্রভাব নিয়ে নাটক ‘প্যানিক অ্যাটাক’। একটি পরিবারে মা-বাবা, ছেলে-মেয়ে মিলে চারজনের সংসার। এর মাঝে ছেলে মেয়ে দু’জনেই সারাক্ষণ পড়ে থাকে অন্তর্জালে।

একজন গেমে আসক্ত, অন্যজন টিকটক আর সাজুগুজু নিয়ে ছবি আপলোডে ব্যস্ত। এর মাঝেই ঘটে একটি দুর্ঘটনা। রাতুল ‘প্যানিক অ্যাটাক’ করে হাসপাতালে ভর্তি হয়। এ ধরণের সামাজিক অবক্ষয়ের গল্প নিয়েই নাটকটি আবর্তিত হয়েছে।  

আহমেদ মুশফিকা নাজনীনের রচনায় জিতু মাহমুদ ও ইমন আলামিনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমন আলামিন।

পটেটো ডিজিটালের ব্যানারে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মাসুম বাশার, মিলি বাশার, সালাহ খানম নাদিয়া, আরশ খান, আয়েশা নাফিসা প্রমুখ। জানা যায়, একক নাটক ‘প্যানিক অ্যাটাক’ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি