ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আব্রাহামের তৃতীয় সিনেমা ‘অ্যাটাক’, জানুয়ারিতে মুক্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৩৮, ১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সোশ্যাল মিডিয়ায় ফের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। বললেন, তার তৃতীয় সিনেমা 'অ্যাটাক' মুক্তি পাবে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে। 

এর আগে আরও দুটি সিনেমার মুক্তির তারিখ জানিয়েছেন জন আব্রাহাম। 

তারমধ্যে রয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা 'সত্যমেব জয়তে টু', এটি মুক্তি পাচ্ছে এবছর ২৬ নভেম্বর। 

আরেকটি হল 'এক ভিলেন রিটার্ন'। এই সিনেমাটি মুক্তি পাবে আসছে বছর ৮ জুলাই।  

শেষবার পর্দায় 'সর্দার কা গ্র্যান্ডসন' সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জন আব্রাহামকে। 

এরপর করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে সিনেমাহল বন্ধ হয়ে যায়, পিছিয়ে যায় নতুন ছবি মুক্তির দিন। 

সম্প্রতি মহারাষ্ট্রে সিনেমাহল খোলার দিন ঘোষণার পরই একে একে নিজেদের ছবি মুক্তির দিন ঘোষণা করতে থাকেন পরিচালক-প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীরা।

সূত্র: এবিপি আনন্দ
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি