ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘মা’ সিনেমায় পরীমনিকে নেয়ায় ক্ষুব্ধ অর্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:১৫, ১ অক্টোবর ২০২১

নাজিয়া হক অর্ষা

নাজিয়া হক অর্ষা

'মা' সিনেমায় অর্ষাকে বাদ দিয়ে পরীমনি কে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সিনেমার পরিচালককে অপেশাদার বলেও অ্যাখ্যা দিয়েছেন অর্ষা। 

সম্প্রতি 'মা' সিনেমায় মা চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এই সিনেমায় তার চুক্তিবদ্ধের খবর প্রকাশিত হওয়ার পরই মূলত ক্ষুব্ধ হন অভিনেত্রী অর্ষা। 

কারণ প্রথমে তাকেই 'মা' সিনেমার মূল চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। 
 
পরিচালকের নাম উল্লেখ না করলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ষার দেয়া পোস্ট থেকে স্পষ্ট হয় পুরো ঘটনা। 

অর্ষার ভাষ্য অনুযায়ী, 'মা' সিনেমার জন্য তাকে রিকোস্টে করেছিলেন পরিচালক। অনেক কষ্টে সিডিউল ম্যানেজও করেছিলেন তিনি। তবে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মিটিং এর মাত্র তিন দিন আগে পরিচালক তাকে বলেন, টেকনিক্যাল বিষয়ের কারণে দেরি হচ্ছে। 

ঠিক এমন সময়ে ওই সিনেমাতে পরীমনির চুক্তিবদ্ধ হওয়ার খবরেই ক্ষুব্ধ হন অর্ষা। 

এসময় পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, এই সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে তাকে। 

না জানিয়ে তাকে বাদ দেয়া এবং নতুন নায়িকাকে চুক্তিবদ্ধ করার বিষয়টিকে পরিচালকের অপেশাদার আচরণ বলেই আখ্যায়িত করেছেন এই নায়িকা। 

১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ হবে 'মা' সিনেমা। সেখানে মায়ের চরিত্র করার জন্যই নতুনভাবে নেয়া হয়েছে আলোচিত নায়িকা পরীমনিকে, বাদ পড়েছেন অর্ষা। 

এমএম/এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি