ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শাহরুখ-পুত্রের লেন্সের বাক্স থেকে উদ্ধার হয় মাদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৪ অক্টোবর ২০২১

শাহরুখ-পুত্র আরিয়ান খান। ফাইল ছবি

শাহরুখ-পুত্র আরিয়ান খান। ফাইল ছবি

প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তার লেন্স রাখার বাক্স থেকে উদ্ধার হয়েছে মাদক। তল্লাশির পর এমনটাই জানিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। 

মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক পার্টি থেকে শনিবার ১০ জনকে আটক করেছিল এনসিবি। টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনের আওতায় গ্রেফতার করা হয় আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টসহ ১০ জনকে। সোমবার পর্যন্ত এনসিবি’র হেফাজতে থাকবেন তারা। 

আজ সোমবার আরিয়ানকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে গেলেই তার জামিনের আবেদন করবেন আইনজীবীরা। তার পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যেই নামী উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনও সদস্যই।

যেভাবে মাদক লুকিয়ে ওই প্রমোদতরীতে নিয়ে যাওয়া হয়েছিল, তা দেখে রীতিমতো অবাক তদন্তকারীরা। 

এনসিবি সূত্রের খবর, স্যানিটারি প্যাড, ওষুধের বাক্স, জামাকাপড়, অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও রাখা ছিল মাদক। খুব সহজে যাতে মাদকের হদিশ না পাওয়া যায়, মূলত সেই কারণেই সেগুলোকে এমন সব জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। 

এই ঘটনায় আরও কারা যুক্ত, কোথা থেকে এত পরিমাণ মাদক এলো, কারা তা নিয়ে প্রমোদতরীতে গেলেন- এসবই তদন্ত করে দেখছে এনসিবি। সূত্র: আনন্দবাজার

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি