ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাবার সঙ্গে দু’মিনিট কথা, কেঁদে ফেললেন শাহরুখপুত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৪ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:৪৪, ৪ অক্টোবর ২০২১

মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথম বাবার সঙ্গে দেখা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। এসময় মাত্র দুই মিনিটের জন্য কথা বলার সুযোগ পান বাবা-ছেলে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে,  শাহরুখ খানের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন ২৩ বছরের সন্তান আরিয়ান খান। 

শনিবার বিকেলে গ্রেফতার আরিয়ান আপাতত আছেন দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি’র হেফাজতে। 

তবে রবিবার এই তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়, এক দিনের বেশি হেফাজতে রাখবে না বলে তারা। 

এতে ধারণা করা হচ্ছে সোমবার আরিয়ানের আইনজীবী জামিনের আবেদন করবেন।

এদিকে রবিবার গ্রেপ্তারের সময় নিজের অপরাধ স্বীকার করে গ্রেফতারি পরোয়ানায় সই দিয়েছিলেন আরিয়ান খান। 

মু্ম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীর টার্মিনাল থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৩৩ হাজার ভারতীয় টাকাসহ আরিয়ানকে আটক করা হয়েছিল। 

সূত্র: আনন্দবাজার অনলাইন
এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি