ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

খবর শুনেই শাহরুখের বাড়িতে ছুটলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৪ অক্টোবর ২০২১

বলিউডের দুই খানের মধ্যে বেশ কয়েক বছর আগে সম্পর্কে ফাটল ধরেছিল। সে সব ভুলতে বেশি সময় লাগেনি। আবার বন্ধু হয়েছিলেন শাহরুখ খান এবং সালমান খান। এ বার প্রথম জনের দুঃসময়ে পাশে দাঁড়ালেন দ্বিতীয় জন। শাহরুখ-পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর ‘মন্নত’-এ পৌঁছলেন সালমান।

রবিবার রাতের দিকে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে চালকের পাশের আসনে বসে আসেন সালমান খান। একটি কালো রঙের টি শার্ট পরেছিলেন তিনি। মাথায় ছিল টুপি। কারও সঙ্গে কোনও কথা না বলেই সোজা ভিতরে ঢুকে যান তিনি।

‘কর্ণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ এবং সালমান। পেশাগত বন্ধুত্বের পাশাপাশি তাদের পারিবারিক সম্পর্কও বহু দিনের। তাই সব কাজ ফেলেই ছুটে এসেছেন শাহরুখ-গৌরীর পাশে দাঁড়াতে।

শনিবার একটি প্রমোদতরীতে চলা মাদক পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দীর্ঘ জেরার পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান। এর পরেই গ্রেফতার করা হয় তাকে। আদালত সোমবার পর্যন্ত তাকে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি