ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কারিনার কাছে ক্ষমা চাইলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৫ অক্টোবর ২০২১


'বাজরাঙ্গি ভাইজান' সিনেমায় কী নামে সালমানের নায়িকা হয়েছিলেন কারিনা কাপুর তাই ভুলে গিয়েছেন সালমান খান। এজন্য কারিনা কাপুরের কাছে ক্ষমাও চেয়ে নিলেন বলিউডের ভাইজান সালমান। 

পুরো ঘটনাটি ঘটে 'বিগ বস' সিজন ১৫ এর প্রিমিয়ার শো'তে। যেখানে হাজির ছিলেন বলিউডের সব বড় বড় অভিনেতারা। 

এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রণবীর সিংও। সেখানেই রণবীর নিজের আসন্ন কুইজ শো 'দ্য বিগ পিকচার্স'-র আদলে বাঁকা প্রশ্ন ছুঁড়ছিলেন সালমানের উদ্দেশ্যে। 

এর এক পর্যায়ে হঠাৎই রণবীর প্রশ্ন করে বসেন, বাজরাঙ্গি ভাইজান সিনেমায় বাজরাঙ্গির গার্লফ্রেন্ডের নাম কি ছিল? 

মজা করে এই প্রশ্নের জবাব দেন সাল্লু। বলেন "আমি নিজের প্রেমিকার নামই মনে রাখতে পারি না। তুমি আমাকে বাজরাঙ্গি ভাইজানের প্রেমিকার নাম মনে করতে বলছো!"

অনেকক্ষণ চেষ্টা করে মাথা চুলকিয়েও শেষ পর্যন্ত ওই সিনেমার নায়িকা চরিত্রের নাম মনে করতে পারেননি সালমান। তবে পুরো সিনেমায় নায়িকাকে ম্যাডামজি বলে সম্মোধন করতে হয়েছিল এটুকু মনে ছিল তার। 

শেষ পর্যন্তও নাম মনে করতে না পারায় এক পর্যায়ে ক্যামেরার দিকে তাকিয়ে কারিনার কাছে ক্ষমা চেয়ে নেন সালমান। বলেন, "দুঃখিত কারিনা। আমি অন্তত তোমার নাম জানি।"

বাজরাঙ্গি ভাইজান সিনেমায় সালমানের নায়িকা হিসাবে রাশিকা চরিত্রে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান। 

তবে রণবীর সিং যখন কয়েকটি নামের অপশন দিয়েছিলেন, তখন সব মনে পড়ে গিয়েছিল ভাইজানের। বলেছিলেন "বাজরাঙ্গির প্রেমিকার নাম ছিল রাসিকা।"

সূত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি