ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্যুটিং ফ্লোরে ফিরলেন নুসরাত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৫ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:২৮, ৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নানা আলোচনা-সমালোচনার পর ছোট ঈশানকে সামলেই লাইট, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরলেন টালিউডের নায়িকা নুসরাত জাহান। শুরু করলেন নতুন সিনেমা 'জয় কালি কলকাত্তাওয়ালি'র শ্যুটিং। 

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই সিনেমায় নুসরতের চরিত্রের নাম রাকা। তার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। 

মা হওয়ার পর প্রথমবারের মত শ্যুটিং স্পটে, সন্তানের দায়িত্ব আর জনপ্রতিনিধিত্বের পাশাপাশি অভিনয়ে ফেরাটা একটু কঠিনই হয়েছে বলে জানান নুসরাত। 

সিনেমায় রাকা চরিত্রটি অনেক পছন্দ হয়েছে বলে জানা তিনি। বলেন, "ছবিতে আমার চরিত্রটা খুব হালকা চালের, রোম্যান্টিক কমেডি ধাঁচের। যেখানে মেয়েটি একটু বোকাও। যার বিশ্বাস, পৃথিবীতে কেউ খারাপ হতে পারে না।"

ব্যস্ততা নিয়ে প্রশ্ন করলে নুসরাত বলেন, "রাতে ঘুমাচ্ছি না আর দিনে কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।"

সদ্য মা হওয়া নুসরাতের সন্তানের বাবার পরিচয় নিয়েই এতদিন আলোচনা-সমালোচনায় ছিলেন তিনি। 

সূত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি