ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

 বাড়ির সব কাজ করেন অঙ্কুশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

টালিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। শুধু প্রেম নয়, দীর্ঘদিন ধরে একসাথে থাকছেনও তারা। তাদের এই সংসারের একটি ভিডিওই প্রকাশ্যে এসেছে এবার। যেখানে দেখ যায়, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করছেন অঙ্কুশ একাই।

এমনকি রাতে ঘুম বাদ দিয়ে ঐন্দ্রিলার পা টিপে দিচ্ছেন অঙ্কুশ। 

আর ঐন্দ্রিলা? অঙ্কুশের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে কাজ আদায় করছেন আর শুধুই আরাম করছেন তিনি। 

তাদের সংসারের চিত্র বাস্তবেও এমন কিনা সে প্রসঙ্গ না হয় বাদই থাক। তবে প্রকাশ্যে আসা ভিডিওটি যে নতুন সিনেমা মুক্তির প্রমোশন হিসাবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট জানিয়েছেন অঙকুশ। 

তিনি বলেন, 'এফআইআর' সিনোমায় যদিও তার বিপরীতে ঐন্দ্রিলা নেই, তারপরেও এই প্রমোশনে অংশ নেয়ার মধ্যদিয়ে তিনিও যুক্ত হলেন সিনেমায়।  

প্রমোশনের ভিডিওটিতে দেখা যায়, সাহসী পুলিশ অফিসার অঙ্কুশ বাড়িতে ঢুকলেই হয়ে যান ভেজা বিড়াল, তার পিস্তলটিও চলে যায় তার সঙ্গীনীর কাছে। 

এভাবে তার পিস্তল আবার তার ঘাড়ে ঠেকিয়েই সব কাজ করিয়ে নেয়া হয়।

উল্লেখ্য, টালিউডের 'এফআইআর' সিনেমাটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি। এখানে অঙ্কুশের সঙ্গে আরও অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত, অরিন্দম চক্রবর্তী প্রমুখ। আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি