ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উপরওয়ালার পর জাজকে ধন্যবাদ জানালেন মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ৫ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:০৯, ৫ অক্টোবর ২০২১

‘ভালোবাসার রঙ’ দিয়েই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন নায়িকা মাহিয়া মাহি। আর অন্যদিকে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ারও আত্মপ্রকাশ ঘটে এই সিনেমা দিয়ে। প্রতিষ্ঠানটির ৯ বছর পূর্তিতে ধন্যবাদ জানিয়েছেন মাহিয়া মাহি।

ফেসবুকে এক পোস্টে তিনি নিজের অভিনয় জীবনের ৯ বছর পূর্তিতে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘৯ বছর। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। উপর ওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’

‘ভালোবাসার রঙ’ সিনেমার পর মাহি কাজ করেছেন ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘নবাব এলএলবি’র মতো আলোচিত কিছু ছবিতে। ঢালিউডে ধীরে ধীরে এই সময়ের মধ্যে মাহি নিজের অবস্থান তৈরি করে নেন। সামনে তার আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি