ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মুক্তি পেল রুক্মিণীর প্রথম হিন্দি ছবির ট্রেইলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৩:৫৬, ৬ অক্টোবর ২০২১

মুক্তি পেল রুক্মিণী মৈত্র অভিনীত প্রথম হিন্দি সিনেমা 'সনক'-এর ট্রেইলার। 

রোম্যান্টিক অ্যাকশন ঘরানার সিনেমার ট্রেইলারটি  ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।

সিনেমাটিতে বিদ্যুতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন টালিউড নায়িকা রুক্মিনী মৈত্র। আর ট্রেইলারটি শুরু হয়েছে বিদ্যুৎ ও তার স্ত্রী (রুক্মিণী) এর কথোপকথন দিয়ে। 

দেখা যায় স্ত্রীর হৃদপিণ্ডের জটিল অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরের দৃশ্যেই দেখা যায় বেশ কিছু অস্ত্রধারী দুষ্কৃতী হাসপাতালে হামলা করে।

আর গল্পের নায়ক আড়ালে থেকে সেই সকল দুষ্কৃতীদের কুপোকাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মূল উদ্দেশ্য স্ত্রীকে রক্ষা করা, একইসঙ্গে হাসপাতালে আটকে পড়া সকলকেই উদ্ধার করা।

এভাবেই অ্যাকশন এবং রোমান্টিক দৃশ্য নিয়ে তৈরি হয়েছে ট্রেইলারটি। নেহা ধুপিয়াকে একজন পুলিশ অফিসারের একটি বিশেষ চরিত্রে দেখা গেছে।

বিপুল অম্রুতলাল শাহ পরিচালিত 'সনক' ছবিটি ২০০২ সালের আমেরিকান ছবি 'জন কিউ'-এর রিমেক করা হয়েছে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ১৫ অক্টোবর প্রিমিয়ার হবে। 

সূত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি