ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শাহরুখ পুত্রের তদন্তে মুম্বাই পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ৬ অক্টোবর ২০২১

এনসিবির পর এবার  শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদককাণ্ডের তদন্তে নামল মুম্বাই পুলিশ। 

এরই মধ্যে মুম্বাই পুলিশ দাবি করছে, যে বিলাসবহুল ক্রুজ থেকে আরিয়ানকে গ্রেফতার করা হয়, সেখানে পার্টি করার কোনও অনুমতি ছিল না। 

তারা জানায়, কোভিড পরিস্থিতির কারণে বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর রয়েছে। অনুমতি ছাড়া পার্টি করে সেই আইনের ১৮৮ নম্বর ধারা ভঙ্গ করা হয়েছে। এই বিষয়টি নিয়েই তদন্ত করবে মুম্বাই পুলিশ।

এদিকে আরিয়ান খান এখনও এনসিবির হেফাজতেই আছে।  বৃহস্পতিবার পর্যন্ত তাকে তদন্তের জন্য  বিভিন্ন জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ঘটনায় মঙ্গলবার আরও ৪ জন সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে এনসিবি।

এই ইস্যুতে আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, সঙ্গীত শিল্পী মিকা সিং সহ আরও অনেকে।

সূত্র: এবিপি আনন্দ
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি