ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও এক ফ্রেমে দেব-প্রসেনজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:০৬, ৬ অক্টোবর ২০২১

`কাছের মানুষ` সিনেমার মোশন পোস্টারের একটি দৃশ্য

`কাছের মানুষ` সিনেমার মোশন পোস্টারের একটি দৃশ্য

'কাছের মানুষ' সিনেমার মধ্যদিয়ে আবারও টালিউড হার্টথ্রব দেবের সঙ্গে পর্দা শেয়ার করবেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বরাবরই এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। অনুরাগীদের সেই ইচ্ছাকে মাথায় রেখেই নতুন ছবির প্ল্যান করেছেন দেব। শোনা গিয়েছে, এই ছবির গল্পে রয়েছে দারুণ চমক।
 
মহালয়ায় মুক্তি পেল সিনেমাটির প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা যায় একটি রেললাইনে মুখোমুখি বসে আছেন দেব ও প্রসেনজিৎ। তাদের দিকে ধেয়ে আসছে একটি ট্রেন। 

মোশন পোস্টার দেখেই নাকি সিনেমাটি নিয়ে সবাই আগ্রহী হয়ে উঠেছে টালিগঞ্জে এমন আলোচনা এখন সবার মুখে মুখে।

এই ছবি ঠিক কী গল্প বলবে, তা নিয়ে ইতিমধ্য়েই কৌতূহল শুরু হয়েছে নেটদুনিয়ায়ও।
 
'কাছের মানুষ' সিনেমাটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু। জানা যায় আগামী বছর গ্রীষ্মে মুক্তি পেতে পারে ছবিটি। 

এখানে দেব-প্রসেনজিতের পাশাপাশি অভিনয় করছেন ইশা সাহা। 

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলি সুপারস্টার। 

প্রযোজক দেবের ছবিতে আগেও কাজ করেছেন বুম্বাদা, তবে সেটা নিছকই অতিথি শিল্পীর ভূমিকায়। ‘ককপিট’ ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। 

কিন্তু একসঙ্গে দেব-প্রসেনজিৎ জুটির ম্যাজিক দেখার সুযোগ পায়নি দর্শকরা। সেই আশা পূর্ণ হতে চলেছে ‘কাছের মানুষ’ এর সৌজন্যে।

এদিকে এই পুজাতে একাধিক ছবি মুক্তি পাচ্ছে দেবের। বর্তমানে 'গোলন্দাজ' ছবিতে অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

সুত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি