ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

থ্রিলার সিনেমার পরিচালনায় পরমব্রত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:৫৪, ৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ইতিমধ্যে অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাতপাকিয়েছেন টালিউড স্টার পরমব্রত চট্টোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় এবার অঙ্কুশ হাজরা ও  শুভশ্রীকে নিয়ে শুরু করলেন থ্রিলার ঘরানার সিনেমা 'অ্যান্টিডোট' এর কাজ।

'অ্যান্টিডোট' শব্দের বাংলা অর্থ 'প্রতিষেধক'। সিনেমাটির পরিকল্পনা করেছেন অরিত্র সেন আর প্রযোজনায়  রয়েছেন রক্তিম চট্টোপাধ্যায়।

থ্রিলার ঘরানার সিনেমাটিতে উঠে আসবে এক বাবার সন্তানকে বাঁচানোর তাগিদ। একজন বাবা তার অসুস্থ ছেলের জন্য় ওষুধ খুঁজতে কতটা ব্যস্ত হয় সেই চিত্রই ফুটে উঠবে। 

সঙ্গে থাকছে পুলিশ-মাফিয়াদের জড়িয়ে নানান ধরণের চোখ ধাঁধানো সব কাহিনী। 

তবে আর কী থাকবে তা জানার জন্য় দর্শকদের কিছুটা অপেক্ষা করতেই হবে, বলছে টিম "অ্যান্টিডোট"। তবে গল্পের আবেগ সবার মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস তাদের।

পরিচালনার পাশাপাশি এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন পরমব্রত। সোনার পাহাড়, জিও কাকা, অভিযান সহ আরো কিছু সিনেমা পরিচালনা করছেন টালি পাড়ার এই অভিনেতা। 

সূত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি