ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ফাইটার চালানো শিখছেন টম ক্রুজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৭ অক্টোবর ২০২১

টম ক্রুজ

টম ক্রুজ

হলিউড তারকা টম ক্রুজ ‘মিশন: ইম্পসিবল-৮' তে ডগফাইট দৃশ্যে কোনো স্টান্টের সহায়তা নেবেন না। আর এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সামরিক বিমান উড়ানো শিখছেন তিনি।

ফিমেলফাস্ট ডটকম ইউকের বরাত দিয়ে পিংকাভিলা জানিয়েছে, ৫৯ বছর বয়সী এই তারকা তার অ্যাকশন ব্লকবাস্টারগুলোতে নিজের স্টান্ট করার জন্য সুপরিচিত। 

সম্প্রতি টম ক্রুজকে যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের ডাক্সফোর্ড এয়ারফিল্ডে ১৯৪৩ সালের বোয়িং স্টিয়ারম্যান মডেল ৭৫ উড়াতে দেখা গেছে। 

এই বিমানটির ডানায় দুটি মুভি রিগ ছিল, যার মধ্য দিয়ে দুটি যুদ্ধকালীন বিমানের ডগফাইটের দৃশ্য ধারণ করা হবে।

এজেন্ট ইথান হান্টের চরিত্রে ইতিমধ্যেই 'মিশন: ইম্পসিবল-৮' এর কাজ শুরু করেছেন টম ক্রুজ, যা ২০২৩ সাল পরে মুক্তির জন্য সময় নির্ধারিত হবে। সম্প্রতি এই সিরিজের সপ্তম কিস্তির শুটিং শেষ হয়েছে। 

একটি সূত্র দ্য সানকে জানিয়েছে, টম এই বছরের শুরুতে মিশন: ইম্পসিবল-৮' এ একটি বড় স্টান্ট দৃশ্যের জন্য বোয়িং স্টিয়ারম্যান উড়োজাহাজ উড়ানো শিখতে শুরু করেছিল। এটা স্পষ্টই একটি অত্যন্ত দক্ষতার কাজ। 

সূত্রটি আরও বলেছে মিশন: ইম্পসিবল-৭' এর চিত্রগ্রহণ কেবল শেষ হলেও টম বিশ্রাম নেননি। 

আরএমএ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি