ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আরিয়ান ধরা পড়া প্রমোদতরীর অন্দরের ঝলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ৭ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:৫৭, ৭ অক্টোবর ২০২১

মুম্বাইয়ের মাদক-কাণ্ডের কেন্দ্রবিন্দু। আপাতত ব্যাপক শোরগোলেরও। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভিযানে শাহরুখ-পুত্র আরিয়ান খান ধরা পড়ার পর থেকেই শিরোনামে প্রমোদতরী কর্ডেলিয়া।

এবার তারই অন্দরের ঝলক দেখা গেল নেট মাধ্যমে। সৌজন্যে পর্যটন ব্লগ লেখিকা শেহনাজ ট্রেজারিওয়ালা।

ইনস্টাগ্রামে ভিডিও দিয়েছেন শেহনাজ। কর্ডেলিয়ায় পা রাখা থেকে মার্বেলে মোড়া বিলাসবহুল অন্দরের প্রতিটি খুঁটিনাটি—অনুগামীদের জন্য সবটাই তুলে ধরেছেন এক সময়ে ছোটপর্দার জনপ্রিয় সঞ্চালিকা। সঙ্গে বার্তা— ‘এই প্রমোদতরীর সঙ্গে ইতিমধ্যে খবরেই দেখা হয়েছে আপনাদের।’

যদিও মাদক-কাণ্ড সংক্রান্ত সঙ্গে কোনও কিছুর সঙ্গেই নিজেদের জড়াতে রাজি নন কর্ডেলিয়া কর্তৃপক্ষ। এনসিবি অভিযানের পর ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে সংস্থা। তাতে সিইও জার্গেন বেইলোমের দাবি- প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ, কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয় সংস্থা। 

দিল্লির এক আয়োজক সংস্থাকে অনুষ্ঠানের জন্য প্রমোদতরী ভাড়া দেওয়া হয়েছিল। যোগাযোগ বলতে এটুকুই। মাদক-কাণ্ডের তীব্র নিন্দা করে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে প্রমোদতরী ভাড়া না দেওয়ার সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন তিনি।


 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি