ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হৃত্বিক`কে একহাত নিলেন `কঙ্গনা`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৮ অক্টোবর ২০২১

শাহরুখপুত্র আরিয়ান খানের পাশে দাঁড়ানোর কারণে 'হৃত্বিক রোশন'কে একহাত নিলেন 'কঙ্গনা রানাউত'। ইনস্টাগ্রামে হৃত্বিককে 'মাফিয়া পাপ্পু' বলে সম্বোধন করেছেন তিনি। 

আরিয়ান গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠিতে আবেগঘন কথা লিখে আরিয়ানের পাশে থাকার কথা জানিয়েছিলেন হৃত্বিক। 

যেখানে আরিয়ানের উদ্দেশ্যে নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছিলেন হৃত্বিক। সেইসাথে বর্তমান সমস্যা সমাধানে আরিয়ানের কী করা উচিত এব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন তিনি।  

এতেই ইনস্টাগ্রাম স্টোরিতে হৃত্বিককে একহাত নিয়েছেন 'কঙ্গনা'।

কঙ্গনা লিখেছেন, "আরিয়ান খানকে বাঁচাতে 'মাফিয়া পাপ্পু' এসেছে। খারাপ সময়ে কারও বিষয়ে সমালোচনা করা যেমন ঠিক নয়, তেমনি কোনও অপরাধই হয়নি, কাউকে এমন উৎসাহ দেওয়াও অপরাধের সমান।" 

একই পোস্টে আরিয়ানকেও খোঁচা দিয়ে কঙ্গনা লেখেন, "আমার বিশ্বাস এই ঘটনা আরিয়ানের কাছে শিক্ষামূলক হবে এবং ভুল কাজের পরিণাম কী হতে পারে তা বোঝাবে।" 

এই ঘটনা আরিয়ানকে পাল্টে দেবে বলেও উল্লেখ করেন কঙ্গনা।  

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম//এসবি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি