ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কেমন কাটবে ঈশানকে নিয়ে নুসরাতের প্রথম পূজা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ৮ অক্টোবর ২০২১

সদ্য মা হওয়া টালিউড নায়িকা নুসরাত জাহান নিজের পুরোটা সময় দিতে চান সন্তান ঈশানকে। তাই মা হওয়ার পর প্রথম পূজা সন্তানের সঙ্গে বাড়িতেই উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এক ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগীদের এমনটাই জানিয়েছে নুসরাত। বলেছেন, "এ বছর আমার ছেলের প্রথম পূজা। তাই আনন্দ, উদযাপন সব বাড়িতেই হবে। ছেলের সঙ্গেই কাটাবো পূজার পুরোটা সময়।"

ভিডিওতে ফেলে আসা দিনের পূজার গল্পও শেয়ার করেছেন তিনি। এ সময় ক্যামেরায় ধরা পড়েছে নায়িকার পূজার আগাম সাজও। 

সাদা সূতার কাজ করা হালকা নীলচে সালোয়ারে সঙ্গে পড়েছেন মানানসই দোপাট্টা। নিজেকে সাজিয়েছেন কাঁধ ছোঁয়া দুল, খোলা চুল, কাজলের টান আর ছোট্ট টিপে।

ভার্চুয়াল এই আড্ডায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব করার আহ্বানও জানান তিনি। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম//এসবি/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি