ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আরিয়ানকে গ্রেফতার করা অফিসারের স্ত্রী বলিউড অভিনেত্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৮ অক্টোবর ২০২১

শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতারের পর ফের শিরোনামে উঠে এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসার সমীর ওয়াংখেড়ের নাম। আপাতত বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম এটিই।

শাহরুখ-পুত্রকে বাগে পেতে যাত্রীর ছদ্মবেশে প্রমোদতরীতে উঠেছিলেন মধ্য তিরিশের অফিসার সমীর। তার পরই হাতেনাতে ধরে ফেলেন আরিয়ান-সহ আরও অনেককে।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া— সবেতেই ‘নায়ক’ সমীর। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীরের কাজের একটি নমুনা, গত দু’বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তার দল।

এই এনসিবি অফিসারের আবার সরাসরি বলিউডের সঙ্গে সম্পর্ক রয়েছে। তার স্ত্রী একজন অভিনেত্রী। বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মরাঠি চলচ্চিত্র জগতে এক জন জনপ্রিয় অভিনেতা।

২০১৭ সালে বিয়ে হয় তাদের। মুম্বাইয়ে থাকেন দু’জনে। একাধিক মরাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি। পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন। ক্রান্তির বড় হওয়া মুম্বাইয়েই। প্রথমে কার্ডিনাল গ্রেসিয়াস হাই স্কুল থেকে পড়াশোনা তার পর রামনায়ারণ রুইয়া কলেজ থেকে স্নাতক হন তিনি।

ছোট থেকেই লক্ষ্য স্থির করে ফেলেছিলেন তিনি। তাই কলেজ পাশ করার পরই উচ্চশিক্ষার পিছনে না ছুটে অভিনয়ে অডিশন দিতে শুরু করেন। ২০০০ সালে অঙ্কুশ চৌধুরীর বিপরীতে একটি মরাঠি ছবিতে সুযোগ পান তিনি।

প্রথম ছবি থেকে দর্শকেরা তাকে পছন্দ করতে শুরু করেছিলেন। খুব কম সময়ের মধ্যেই অজয় দেবগণের বলিউড ছবি ‘গঙ্গাজল’-এ সুযোগ পেয়ে যান।

২০১৫ সালে ‘কাকন’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। পরিচালকের ভূমিকাতেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন। নেটমাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় ক্রান্তি। তার ইনস্টাগ্রাম-এ তিন লাখেরও বেশি অনুগামী রয়েছেন। সমীর এবং ক্রান্তির দুই যমজ কন্যা সন্তান রয়েছে।

ক্রান্তি যতটাই হাসিখুশি স্বভাবের, সমীর ততটাই গম্ভীর। সচরাচর সমীরকে হাসতে দেখা যায় না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-এ বারবারই ক্রান্তি একে অপরের ছবি ভাগ করে নেন অনুগামীদের সঙ্গে। সমীরকে স্বামী হিসাবে পেয়ে তিনি যে কতটা গর্বিত, তা ক্রান্তির ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যায়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি