ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শ্রীলেখার স্মৃতিতে অমলিন বাবা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১০ অক্টোবর ২০২১

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কাছে এবারের পূজা বড্ড মন খারাপের। সদ্যই বাবাকে হারিয়েছেন তিনি।

বাবার স্মৃতি যে এখনও তাকে কাঁদায় তা বোঝা যায় অভিনেত্রীর ফেসবুক ঘাঁটলে। মাঝেমধ্যেই তার ফেসবুক ওয়ালে ভেসে ওঠে বাবার সঙ্গে তার টুকরো টুকরো স্মৃতির গল্প। 

যেমন, ক'দিন আগেই বাবাকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার গল্প শেয়ার করেছিলেন শ্রীলেখা। 

লিখেছিলেন, তার বাবার খুব ইচ্ছা ছিল পুরোনো ভিটেমাটি ঘুরে আসার। সেই ইচ্ছা পূরণ করতেই ২০০৭ সালে বাবাকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। 

শ্রীলেখান পোস্টটি ছিল এমন, "২০০৭ সালে আমরা শিকড়ের টানে পৌঁছে গেলাম বাংলাদেশে। রুনা লায়লা আপু ও আলমগীর ভাইয়ের আদর-আপ্যায়ন নিয়ে বলার শেষ নেই। ছোটবেলায় টিভিতে দেখা দমাদম মস্ত কলন্দর, সাধের লাউ গানগুলো আমার একেবারে মুখস্থ। আমি খুব বড় ফ্যান রুনা লায়লার।"

মনখারাপের দিনগুলো থেকে বের হতেই যেন এবারে মেয়েকে নিয়ে পূজার শপিং এ গেলেন শ্রীলেখা। 
সম্প্রতি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন "বের হলাম খানিকটা জোর করেই, মেয়ের শপিং করতে।"

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম// এসবি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি