আরিয়ানকে গ্রেফতার করে নিরাপত্তাহীনতায় এনসিভি অফিসার
প্রকাশিত : ১৪:৪৭, ১২ অক্টোবর ২০২১
শাহরুখপুত্র আরিয়ান খানেকে গ্রেফতারের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এনসিভি অফিসার সমীর ওয়াংখেড়ে। এ দাবি তিনি নিজেই করেছেন।
সমীর জানান, তার পিছনে গুপ্তচর লাগানো হয়েছে। বেশ কিছু মানুষ তার চলাচলের উপর নজর রাখছেন। নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি।
খবরটি ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল শুরু হয় টুইটারে। অনেকেই সমীরের জন্য এনসিভির জোনাল হেডের জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দাবি করেন।
জানা যায়, এ বিষয়ে মহারাষ্ট্র পুলিশের কাছেও নাকি সমীর ওয়াংখেড় অভিযোগ জানিয়েছেন। যদিও সরকারিভাবে এ কথা স্বীকার করা হয়নি।
এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সমীর ওয়াংখেড়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ। অনেকেই তাকে দেশের সত্যিকারে নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন, পাশাপাশি অবিলম্বে তার জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তার দাবিও করেছেন।
মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে আর্থার রোড জেলে আছেন আরিয়ান খান। সোমবারও মুম্বইয়ের এনডিপিএস আদালতে তার জামিনের আবেদন মঞ্জুর হয়নি।
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/