সজল-প্রভার ‘ঢাকায় টাকা উড়ে’
প্রকাশিত : ১৮:৩৬, ১২ অক্টোবর ২০২১ | আপডেট: ১৯:১১, ১২ অক্টোবর ২০২১
রতন ও সুমি গ্রাম থেকে শহরে এসেছে জীবিকা নির্বাহের সন্ধানে। কিন্তু ঢাকা শহর এসে বিভিন্ন ধরণের বিপত্তির মুখে পড়তে থাকে তারা দু’জন। মিয়া ফারুক একজন বেকার মাস্তান। তার সঙ্গে পরিচয় ঘটে নারী পাচারকারি পাশার। সে ফারুককে নারী এনে দিতে বলে।
ঘটনাক্রমে রতন ও সুমির সঙ্গে দেখা হয়ে যায় ফারুকের। তাদের চাকরির লোভ দেখিয়ে সে বাসায় নিয়ে যায়। এরপর নানা ঘটনা ঘটতে থাকে। ফারুক রতনের স্ত্রী সুমিকে লোভ দেখিয়ে বিদেশে পাঠাতে চায়। কিন্তু রতন কোনোভাবেই বউকে বিদেশে দিতে রাজি নয়। শুরু হয় গণ্ডগোল। এমনই গল্প নিয়ে একঘণ্টার খণ্ড নাটক ‘ঢাকায় টাকা উড়ে’।
সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোঃ মিজানুর রহমান মিজান। প্রোযোজক মোঃ খাইরুল ইসলাম। অভিনয় করেছেন, সজল, প্রভা, শর্মী শারমিন ,তপনসহ আরও অনেকে।
নাটক সম্পর্কে পরিচালক মিজান বলেন, ইতিমধ্যে ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। সজল ও প্রভা খুব ভালো অভিনয় করেছে। সামাজিক একটি সমস্যাকে কেন্দ্র করেই নাটকটি নির্মাণ করা হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে ‘ঢাকায় টাকা উড়ে’ প্রচারিত হবে।
এসি