ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্বামীর কাছে এ কেমন আবদার মাহির!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ১৩ অক্টোবর ২০২১

ঢাকাই সিনেমার আবেদনময়ী নায়িকা মাহিয়া মাহি। নতুন সংসারে বর কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি। যা তার ফেইসবুকে নজর দিলেই দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় স্বামীর কাছে অন্যরকম এক আবদার করলেন ঢালিউডের এই সেনসেশন।

ফেইসবুক পোস্টে স্বামীর উদ্দেশ্যে লিখেন, ‘‘ঝুম বৃষ্টি হলে আমাকে নিয়ে হুড খোলা রিকশায় ঘুরতে যেও, মনে থাকবে? কালো আমার ভীষণ পছন্দ হলেও সেদিন আমি তোমার পছন্দের নীল শাড়িটাই পরবো। আমার প্রতি বুক ভরা অভিমান থাকলেও সেদিন আমাকে ভীষণ হাসিও, কেমন? সেদিনকার সেই ঝুম বৃষ্টিতে আমি শুধু মন খুলে হাসতে চাই।’’

সেই পোস্টে স্বামী রাকিবও ভালোবাসার প্রকাশ ঘটিয়ে লিখেছেন, ‘মনে থাকবে’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।

সারপ্রাইজ’ হিসেবে সেপ্টেম্বরের ১৩ তারিখ বিয়ের খবর প্রকাশ্যে আনেন মাহি। বর রাকিব গাজীপুরের ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এরই মধ্যে রাজধানীর নতুন বাসায় উঠেছেন তারা। যার ছবিও ফেইসবুকে প্রকাশ করেছেন ঢালিউডের এই নিয়িকা।

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি