ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দাদাগিরি’র সঞ্চালনায় অঙ্কুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:০৫, ১৩ অক্টোবর ২০২১

সৌভাগ্য যেন পিছু ধরেছে অঙ্কুশ হাজরার! পূজায় সিনেমা মুক্তির পাশাপাশি একের পর এক নতুন সিনেমায় কাজ করছেন তিনি। আবার টেলিভিশনের প্রথম সঞ্চালনাতেই মাতিয়ে দিয়েছেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ নাচের অনুষ্ঠান। এবার সব কিছুকে ছাপিয়ে দিয়েছে জি ফাইভ থেকে পোস্ট হওয়া মজার ছোট্ট একটি ভিডিও। যেখানে দেখা যায় সৌরভ গাঙ্গুলীর পরিবর্তে দাদাগিরি’র সঞ্চালনা করছেন অঙ্কুশ।

ভিডিওতে দেখা যায় অঙ্কুশ অনায়াসে সৌরভের সংলাপ বলে যাচ্ছেন। তার এমন সঞ্চালনা দেখে রিতিমত চোখ ছানাবাড়া হতে দেখা যায় অনুষ্ঠানে অংশগ্রহকারী পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীকে।

ভিডিওতে একটু পরেই দেখা যায়, আচমকাই অঙ্কুশের পিঠে আলতো হাত রেখে হাসিমুখে এসে দাঁড়িয়েছেন সঞ্চালক সৌরভ। আর বলেন, ‘‘অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতোই। সে দাদাগিরি’কে আজ নতুন মাত্রায় পৌঁছে দেবে।’’ 

আর তখনই ফাঁস হয় ভিডিওর আসল রহস্য। অঙ্কুশ জোড়হাতে সৌরভকে বলছেন, ‘‘দাদা তুমি অলরাউন্ডার এবং সেরা সঞ্চালক। যদি কোনও দিন ‘ভাইগিরি’ বলে কোনও অনুষ্ঠান হয়, আমি চেষ্টা করব। ‘দাদাগিরি’ তোমার।’’

আর ততক্ষণে সৌরভ-অঙ্কুশের কথোপকথন আর রসিকতায় জমে গিয়েছিল দাদাগিরি’র অনুষ্ঠান। সবাই এক বাক্যে অঙ্কুশের বলা কথার পুনরাবৃত্তি করে বলেছেন, ‘খাটি কথা, দাদাগিরি দাদারই।’
সূত্র : আনন্দবাজার
এমএম/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি