ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবারো পর্দা কাপাতে আসছেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৩ অক্টোবর ২০২১

চলতি বছরে আবারো যে পর্দা কাপাবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন সালমান খান। পূজার সপ্তমীতেই অনুরাগীদের সেই সুখবরই দিয়ে দিলেন বলিউড সুপারস্টার। জানিয়ে দিলেন তার সিনেমা ‘অন্তিম’-এর মুক্তির দিন।

টুইটার বার্তায় তিনি জানান, নভেম্বরের ২৬ তারিখে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে তার ‘অন্তিম’ সিনেমাটি।

মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর আদলে তৈরি হচ্ছে ‘অন্তিম’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিকে নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরছেন পরিচালক মহেশ মঞ্জরেকর।

জানা যায়, সিনেমাতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন ‘আয়ুষ’ আর সালমান খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাড়াবে সালমানের চরিত্রটি। সালমান- আয়ুষ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে নিকিতিন ধীর  এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। 

চলতি বছরের ঈদে সালমানের সিনেমা ‘রাধে’ মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এবার বড় পর্দাতেই ধরা দিতে চলেছেন বলিউডের ভাইজান।
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি