ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দু`টুকরো দেহ! ভাইরাল ভিডিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:৪৩, ১৩ অক্টোবর ২০২১

টেলিভিশন থেকে আগেই অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তবে 'বিগ বস ১৪'-এর ঘর থেকে অনুরাগীরা চিনেছিলেন মানুষ জাসমিন ভাসিনকে। তবে তার অভিনেতা আলি গনি-র সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন শোনা যায়।

এবার অন্য কারণে সংবাদের শিরোনাম হয়েছেন জাসমিন। ইনস্টাগ্রামের একটি ভিডিও তাকে করে তুলেছে 'টক অফ দ্যা টাউন'।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ জাসমিন ভাসিন। ইনস্টাগ্রামে প্রায় রোজই নিত্যনতুন ছবি, রিলস অপলোড করেন তিনি। ভক্তদের সঙ্গে কথাবার্তাও জারি থাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে রিলস ভিডিওটি আপলোড করেছেন অভিনেত্রী, তা সকলকে তাক লাগিয়ে দিয়েছে। 

কী ভিডিও?

ভিডিওটিতে দেখা যাচ্ছে জাসমিন ভাসিনের শরীরটি দু'টুকরো হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও অভিনেত্রীর কোনও হেলদোল নেই। তিনি নিজের মনে বই পড়ছেন। মজা করছেন। শেষে তো অর্ধেক শরীর নিয়েই তাকে সোফা থেকে উঠে যেতে দেখা যায়। 

কীভাবে হল এই ভিডিও? অনুরাগীদের তো অবাক জাসমিনের বিশেষ বন্ধু আলি গোনিও। ভিডিওটিতে অভিনেতা লিখেছেন, 'কী করেছ তুমি? মাকে মনে হয় ফিরে আসতে হবে।' জাসমিনকে ছাড়াও হিমাংশউ খুরানা এবং মন্নু পাঞ্জাবিও সেখানে কমেন্ট করেন।

না এবং মন্নু পাঞ্জাবিও সেখানে কমেন্ট করেন।      

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি