ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্ত্রী হারালেন অভিনেতা উজ্জ্বল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ১৪ অক্টোবর ২০২১ | আপডেট: ১৩:১২, ১৪ অক্টোবর ২০২১

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স ছিল ৫২ বছর।

অভিনেতা উজ্জ্বল নিজেই গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।”

উজ্জ্ব আরও বলেন, “দীর্ঘদিন ধরে মেরিনা আশরাফ কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার লাংসে ইনফেকশন ধরা পড়ে। সে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।”

বৃহস্পতিবার বাদ আছর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজা নামাজের পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান উজ্জ্বল।

কিছুদিন আগে স্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন এই চিত্রনায়ক। সেখানে স্ত্রীর মাথা হাত রেখে নিজের ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। তখন তিনি ফেসবুকে ছবি প্রকাশ করে লিখে ছিলেন- “আমার জীবনের সংসার হঠাৎ থমকে গেল। সবকিছু এলোমেল হয়ে যাচ্ছে। আল্লাহ একমাত্র ভরসা। সবাই দোয়া করবেন।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি