ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জামিন মেলেনি আরিয়ানের, পেলেন কয়েদি নাম্বার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

প্রমোদ তরীর মাদককাণ্ডে জামিন মিলল না শাহরুখ পুত্রের। আপাতত আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে। জেলবন্দিদের নিয়ম অনুযায়ী আরিয়ানকে দেওয়া হয়েছে ৯৫৬ কয়েদি নম্বর। 

অন্যদিকে, জেলের ক্যান্টিনে আরিয়ানের খাওয়া খরচ বাবদ মন্নত থেকে এসেছে সাড়ে ৪ হাজার টাকার মানি অর্ডার। জেলের নিয়ম অনুযায়ী, সাধারণ বন্দিদের জন্য প্রতি মাসে এই টাকাটাই বরাদ্দ করা হয়।    

বুধবার আরিয়ানের জামিন আবেদন খারিজ করে ২০ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত রেখেছে আদালত। তাই এই কয়েকদিন জেলেই থাকতে হবে তাকে।

শুক্রবার আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবী। কিন্তু অ্যান্টি ড্রাগ এজেন্সি আরিয়ানকে শুক্রবারও  কাস্টডিতে রাখতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায়। 

এনসিবির কাছ থেকে বৃহস্পতিবার আরিয়ানসহ ৮ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠায় মুম্বাইয়ের ‘কিলা’ আদালত। শুক্রবার তাদের অন্তর্বর্তী জামিনের আবেদনের প্রেক্ষিতে আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ। 
সূত্র : এবিপি আনন্দ
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি