ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মহাকাশে শুটিং করতে গিয়ে অল্পের জন্য রক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১৭ অক্টোবর ২০২১

মহাকাশে বহু অসাধ্য সাধন করেছে মানুষ। কিন্তু সিনেমা তৈরির কথা কেউ কখনো ভাবেনি। রাশিয়া প্রথমবারের মত গড়ল এমন নজির। কিন্তু ইতিহাস গড়ার শেষ মুহূর্তে ঘটে গেল দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন মহাকাশযানের যাত্রীরা।

দু’জন নভোচারি ও দু’জন পেশাদার অভিনেতাসহ মোট ১০ জনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেয় রাশিয়ার সয়ুজ এমএস-১৯ মহাকাশযান। 

পরিকল্পনামাফিক  সিনেমার কাজও প্রায় শেষ হয়ে এসেছিল। কিন্তু শেষ মুহূর্তেই ঘটে বিপত্তি। মহাকাশযানটির ধাক্কায় কেপে উঠে মহাকাশ স্টেশন। তবে শেষ পর্যন্ত তেমন বড় কোন বিপদ ঘটেনি।

দুর্ঘটনার আগ মুহুর্তে পৃথিবীতে ফেরার জন্য তোড়জোড় করছিলেন সবাই, তখনই সয়ুজ এমএস-১৯-এর ধাক্কায় মহাকাশ স্টেশন প্রায় ৪৫ ডিগ্রি সরে যায়। এতে অভিনেত্রী জুলিয়া পেরেসলিড,পরিচালক, অভিনেতা ক্লিম শিপেঙ্কো ও মহাকাশচারী অভিনেতা ওলেগ নোভিতস্কি-সহ বাকিরা সবাই কেঁপে উঠেন।

শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে রবিবারই পৃথিবীতে ফেরার কথা গোটা দলের।

তবে সিনেমাটি দেখার জন্য যে সারা বিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের দিনগোনা শুরু হয়ে গেছে তা বলা বাহুল্য। কারণ সিনেমাটি দেখতে পাওয়া হবে ইতিহাসের অংশীদার হওয়া।

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি