ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মাদক নিয়ে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৩৯, ২০ অক্টোবর ২০২১

প্রমোদতরীর পার্টিতে যোগ দেওয়ার আগে বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে আলোচনা করেছিলেন শাহরুখ তনয় আরিয়ান খান। বুধবার আরিয়ানের জামিন শুনানির আগে আদালতে এমন প্রমাণ হাজির করেছে এনসিবি।

এনসিবি জানায়, প্রমোদতরীতে তল্লাশি শুরুর কিছুক্ষণ আগেই আরিয়ান হোয়াটসঅ্যাপে বলিউডের নতুন একজন অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা বলেছিলেন। আরিয়ানের হোয়াটসঅ্যাপ থেকেই সেই তথ্য পাওয়া গেছে। 

গত সপ্তাহে শাহরুখ পুত্রের আইনজীবী অমিত দেশাই এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলের মধ্যে দুই দিনের তর্ক -বিতর্কের পর আরিয়ানের জামিন আবেদন স্থগিত করেছিল আদালত। 

এরপর বুধবার আরিয়ানের জামিন আবেদন করা হয়। তবে বুধবারেও জামিন আবেদন নাকোচ হয়ে যায় শুহরুখ পুত্রের। 

সূত্র: পিংক ভিলা

এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি